ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা চতুর্থ আগা খান পর্তুগালে ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি ২০ বছর বয়সে ইমাম হন। তিনি আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রধান হিসেবে ৩০টি দেশে স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকা উন্নয়নে নেতৃত্ব দেন। তিনি মুসলিম সমাজ এবং পশ্চিমী বিশ্বের মধ্যে সেতুবন্ধন তৈরির জন্য সুপরিচিত। প্রিন্স করিম আগা খান ছিলেন ইসমাইলি মুসলিমদের ৪৯তম বংশগত ইমাম। আগা খানকে লিসবনে সমাহিত করা হবে। তাঁর উইলে উল্লিখিত উত্তরসূরির নাম শীঘ্রই লিসবনে তার পরিবার এবং ধর্মীয় নেতাদের উপস্থিতিতে ঘোষণা করা হবে।
Site Admin | February 5, 2025 8:16 PM
ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা চতুর্থ আগা খান পর্তুগালে ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
