ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেছেন,পরমাণু এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ইরান কোনোরকম আপোষ করবে না। সেদেশের সংবাদসংস্থা ইরনা জানিয়েছে, গতকাল মন্ত্রীসভার বৈঠকের পর তিনি একথা জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচী এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বৈপরীত্যমূলক অবস্থান নিয়েছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। গত সপ্তাহে ওমান তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে এই নিয়ে প্রথম রাউন্ডের বৈঠক হয়। বিদেশমন্ত্রী বলেন, পরমাণু কর্মসূচী নিয়ে ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তবে সংশ্লিষ্ট সকলের আস্থা অর্জনে দেশটি কাজ করছে বলেও আরাঘচি জানান।
Site Admin | April 17, 2025 9:40 AM
ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেছেন,পরমাণু এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ইরান কোনোরকম আপোষ করবে না।
