ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন নেতৃত্বাধীন গোষ্ঠীর বিমান বাহিনীর অভিযানে হাউথি গোষ্ঠী নিয়ন্ত্রিত সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হুথি-চালিত একটি টিভি চ্যানেল জানিয়েছে,, হাউথিদের গুরুত্বপূর্ণ সামরিক ভবনগুলি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বাড়িগুলিও । হুথি বাহিনীর সদস্যরা এলাকাগুলো ঘিরে রেখেছে। ওই জায়গায় বেশ কিছু অ্যাম্বুলেন্সগুলোকে দেখা গেছে। তবে হুথিদের হতাহতের সংখ্যা কত সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায় নি। এর আগে হুথি বাহিনী দাবী করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, জেরুজালেমের কাছে একটি বিদ্যুত কেন্দ্র এবং মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের উপর তাঁরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এর পর-ই মার্কিন নেতৃত্বাধীন গোষ্ঠীর বিমান বাহিনীর অভিযানের খবর পাওয়া গেল।
Site Admin | January 1, 2025 3:07 PM