ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার ফাইভ হান্ড্রেড ব্যা ডমিন্টন প্রতিযোগিতায় ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন। আজ জাকার্তায় পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য, জাপানের কেন্তা নিশিমতোর কাছে ১৬-২১, ২১-১২, ২৩-২১-এ পরাজিত হন। মিক্সড ডাবলসেও তানিশা ক্রাস্তো এবং ধ্রুব কোপিলা জুটি মালয়েশিয়ার জুটির কাছে দ্বিতীয় রাউন্ডে পরাজিত হয়েছেন।
অন্যিদকে মহিলাদের ডাবলসে তানিশা এবং অশ্বিনী পোনাপ্পা জুটি মালয়েশিয়ার পেই কিই গো এবং মেই জিং টেও-র বিরুদ্ধে খেলবেন।