আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিত্সককে ধর্ষণ ও খুন এবং ১৪-ই আগস্ট মধ্যরাতে হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ-র ডাকে দেশজুড়ে ২৪ ঘন্টা কর্মবিরতির পালন করছেন চিকিৎসকরা। আগামীকাল সকাল ৬-টা পর্যন্ত তা চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও খোলা রয়েছে জরুরী বিভাগ।
দিল্লিতে রেসিডেন্ট ডাক্তার এবং মেডিকেল পড়ুয়ারা ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান। এতে সামিল হন রামমনোহর লহিয়া এবং লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। দিল্লি এইমসের ফ্যাকাল্টি সদস্যরাও কর্মবিরতিতে যোগ দিয়েছেন।
পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, আসানসোল ও শিলিগুড়ি জেলা হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ , এম আর বাঙ্গুর সহ বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে আউটডোর পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিত্সকরা।
যদিও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আউডোর সহ অন্যান্য বিভাগ খোলা রয়েছে। রোগী দেখছেন সিনিয়র ডাক্তাররা।