মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 8, 2025 9:53 PM

printer

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন- ইসরোর চেয়ারম্যান ডঃ ভি  নারায়ণন বলেছেন যে নির্দিষ্ট সময়ে ভারতীয় মহাকাশ কর্মসূচির  যা অগ্রগতি ঘটেছে অন্য কোনও দেশ তা  অর্জন করতে পারেনি।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন– ইসরোর চেয়ারম্যান ডঃ ভি  নারায়ণন বলেছেন যে নির্দিষ্ট সময়ে ভারতীয় মহাকাশ কর্মসূচির  যা অগ্রগতি ঘটেছে অন্য কোনও দেশ তা  অর্জন করতে পারেনি।  আজ বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ডঃ নারায়ণন বলেন যে ভারতীয় মহাকাশ কর্মসূচি ১৯৬২ সালের শেষের দিকে শুরু হয়েছিল এবং প্রথম রকেট উৎক্ষেপণ হয়েছিল ১৯৭৫ সালে। তারপর থেকে ভারতীয় মহাকাশ কর্মসূচি তার উত্তরাধিকারের অনেক মাইলফলক নিয়ে একটি উচ্চতর পথ নিয়েছে। তিনি উল্লেখ করেন যে, ৪৫ কিলোর একটি উপগ্রহ উৎক্ষেপণ থেকে পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারত আজ ষষ্ঠ প্রজন্মের লঞ্চ ভেহিকল এবং সাব সিস্টেম তৈরি করেছে। ক্রায়োজেনিক পর্যায়ের পাশাপাশি দেশীয়ভাবে রকেট ইঞ্জিন তৈরি করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে জ্বালানী হিসাবে তরল হাইড্রোজেনের ব্যবহারে দক্ষতা অর্জন করেছে। ইসরো আজ ১০০ টি উৎক্ষেপণ সম্পন্ন করেছে এবং ৩৫ টি দেশের ৪৩৩ টি উপগ্রহকে বহির্মহাকাশে তার নির্ধারিত কক্ষপথে নিয়ে গেছে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সফল হয়েছে ভারত

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন