মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 15, 2025 5:51 PM

printer

ইন্ডিয়ান সুপার লিগ ISL’এর প্লে অফের সূচি আজ ঘোষণা করা হয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগ ISL’এর প্লে অফের সূচি আজ ঘোষণা করা হয়েছে। ২৯ শে মার্চ প্লে অফের নক আউট পর্বের ম্যাচে বেঙ্গালুরু এফ সি, মুম্বাই এফ সি, র বিরুদ্ধে খেলবে। পরদিন নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি,জামশেদপুর এফ সি, র মুখোমুখি হবে।
লিগ পর্যায়ে এক ও দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট ও এফ সি গোয়া সরাসরি সেমিফাইনালে খেলবে। দুই পর্বের সেমি ফাইনালের প্রথম ম্যাচে মোহনবাগান ৭ই এপ্রিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলবে। আওয়ে ম্যাচটি হবে তেসরা এপ্রিল। মোহনবাগান,নর্থ ইষ্ট ইউনাইটেড ও জামশেদপুর এফ সি, র বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে। অন্য সেমিফাইনালে হোম এন্ড আওয়ে পর্যায়ে দুই ও ছয়ই এপ্রিল অনুষ্ঠিত হবে। এফ সি গোয়া খেলবে বেঙ্গালুরু এফ, সি ও মুম্বাই এফ সি, র বিজয়ীর বিরুদ্ধে। ফাইনাল হবে ১২ই এপ্রিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন