ইন্ডিয়ান সুপার লিগ ISL’এর প্লে অফের সূচি আজ ঘোষণা করা হয়েছে। ২৯ শে মার্চ প্লে অফের নক আউট পর্বের ম্যাচে বেঙ্গালুরু এফ সি, মুম্বাই এফ সি, র বিরুদ্ধে খেলবে। পরদিন নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি,জামশেদপুর এফ সি, র মুখোমুখি হবে।
লিগ পর্যায়ে এক ও দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট ও এফ সি গোয়া সরাসরি সেমিফাইনালে খেলবে। দুই পর্বের সেমি ফাইনালের প্রথম ম্যাচে মোহনবাগান ৭ই এপ্রিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলবে। আওয়ে ম্যাচটি হবে তেসরা এপ্রিল। মোহনবাগান,নর্থ ইষ্ট ইউনাইটেড ও জামশেদপুর এফ সি, র বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে। অন্য সেমিফাইনালে হোম এন্ড আওয়ে পর্যায়ে দুই ও ছয়ই এপ্রিল অনুষ্ঠিত হবে। এফ সি গোয়া খেলবে বেঙ্গালুরু এফ, সি ও মুম্বাই এফ সি, র বিজয়ীর বিরুদ্ধে। ফাইনাল হবে ১২ই এপ্রিল।
Site Admin | March 15, 2025 5:51 PM
ইন্ডিয়ান সুপার লিগ ISL’এর প্লে অফের সূচি আজ ঘোষণা করা হয়েছে।
