ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ এফ সি গোয়া, জামশেদপুর এফ সি–র মুখোমুখি হবে । ঝাড়খন্ডের জামশেদপুরের কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। এর আগে গতকাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট মহামেডান স্পোর্টিংকে চার শূন্য গোলে পরাজিত করে। অন্যদিকে, পাঞ্জাব এফ সি দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফ সি–কে ৩-২ গোলে হারিয়ে দেয়।
Site Admin | February 2, 2025 2:25 PM
ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ এফ সি গোয়া, জামশেদপুর এফ সি-র মুখোমুখি হবে ।
