ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে আগামী শনিবার। ইডেনে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আইপিএল শুরুর দুদিন আগে BCCI তিনটি নতুন নিয়মে বদল আনছে। এবার থেকে বলে থুতু লাগানো যাবে। মুম্বইয়ে আজ আইপিএলের সব অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস মিটে ‘বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দুটি নতুন বল ব্যবহার করতে পারবে। ইনিংস শুরুর সময় একটি এবার অপরটি এগারোতম ওভারের পর। কখন নতুন বল নেওয়া যাবে তা ঠিক করবে ফিল্ডিং করা দল। তবে এগারোতম ওভারের পর আম্পায়াররা বল পরীক্ষা করবেন। যদি মাঠে বেশি শিশির থাকে তবেই নতুন বল নেওয়ার অনুমতি পাওয়া যাবে। ওয়াইড বলের ক্ষেত্রে ডিআরএস নেওয়া হলে হক আই ও বল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে।
Site Admin | March 20, 2025 8:49 PM
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে আগামী শনিবার। ইডেনে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স, রয়াল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর মুখোমুখি হবে।
