ইডেনে গতকাল আইপিএল এর উদ্বোধনী ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৭ উইকেটে কলকাতা নাইট রাইডার্স কে হারিয়ে দিয়েছে। ব্যাঙ্গালুরু টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান তোলে।
অধিনায়ক অজিঙ্কে রাহানে ৫৬ , সুনীল নারিন ৪৪ রান করেন। আরসিবির হয়ে ক্রুণাল পান্ডিয়া তিনটি, জশ হেজেলউড দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ৩ উইকেট হারিয়ে ২২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
বিরাট কোহলি ৫৯ রানে অপরাজিত থাকেন। ফিল সল্ট করেন ৫৬ রান। কেকেআরের হয়ে সুনীল নারিন, বরুন চক্রবর্তী ও বৈভব অরোরা একটি করে উইকেট নিয়েছেন।
ক্রূণাল পান্ডিয়া ম্যাচের সেরা হয়েছেন।
কেকেআর আগামী বুধবার গুয়াহাটিতে তাদের পরবর্তী ম্যাচে রাজস্থান রয়ালস এর মুখোমুখি হবে।
হায়দ্রাবাদে, আজকের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।