মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 22, 2025 9:59 AM

printer

ইডেনে আজ  ভারত ও ইংল্যান্ড,  টি -২০ ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়।

ইডেনে আজ  ভারত ও ইংল্যান্ড,  টি -২০ ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়।

এক বছরেরও বেশি সময় পর ভারতের জার্সিতে মাঠে নামতে চলেছেন মহম্মদ শামি। টি -২০ বিশ্বকাপ জয়ের পর টি -২০ ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ভারত। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। ফলে আত্মবিশ্বাস নিয়েই সিরিজে নামছে ভারত।

অন্যদিকে, ব্রেন্ডন ম্যাকালাম এই সিরিজ থেকেই সীমিত ওভারের ক্রিকেটেও ইংল্যান্ড দলের কোচ হিসেবে কাজ শুরু করছেন। ম্যাচের ২৪ ঘন্টা আগে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের প্রথম একাদশ ঘোষণা করা হয়। দলে রয়েছেন ফিল সল্ট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভারটন, গাস এটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

 এই  ম্যাচ উপলক্ষ্যে ইডেনে  কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন