এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি জমির বিনিময় চাকরীর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরজেডি সভাপতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আগামীকাল তলব করেছে। অর্থ তছরূপের এই মামলায় লালু প্রসাদের স্ত্রী রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আর জে ডি নেত্রী রাবরি দেবী ইতোমধ্যেই পাটনায় ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। তাঁর বয়ানও নথিভুক্ত করা হয়েছে।
এছাড়াও এনফোর্সমেন্ট নির্দেশালয় লালু-রাবরির জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদবকেও আজ তদন্তকারী দলের সামনে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করেছে।