মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2024 10:51 AM

printer

ইডি, উপসাগরীয় দেশগুলি থেকে মাদক চক্র চালানো এক আন্তর্জাতিক পাচারকারী জাসমিত হাকিমজাদা সম্পর্কিত মামলায় ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি, উপসাগরীয় দেশগুলি থেকে মাদক চক্র চালানো এক আন্তর্জাতিক পাচারকারী জাসমিত হাকিমজাদা সম্পর্কিত মামলায় দিল্লি, অমৃতসর, জলন্ধর, মুম্বাই, শোলাপুর, ইন্দোর সহ ১০ টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশী মাদক পাচার সংক্রান্ত আইনে হাকিমজাদা, কুখ্যাত পাচারকারী হিসেবে তালিকাভুক্ত। অর্থ তছরুপ প্রতিরোধ আইনের সংস্থান অনুযায়ী এই তল্লাশি অভিযান।
ইডি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশী সম্পত্তি নিয়ন্ত্রণ সংক্রান্ত রাজস্ব দপ্তরের তালিকায় হাকিমজাদার নাম রয়েছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন সংক্রান্ত বিভিন্ন ধারা এবং মাদক পাচারের জন্য NIA-র রুজু করা FIR-এর ভিত্তিতে ইডি এই তদন্ত শুরু করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন