ইজরায়েল ও হেজবোল্লার মধ্যে উদ্ভুত উত্তেজনার ফলে সৃষ্ট বিপদ সত্ত্বেও ভারত এবং অন্যান্য দেশ যেভাবে শান্তিরক্ষা অভিযানে তাদের সেনাবাহিনী পাঠাচ্ছে, সেজন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। গতকাল পশ্চিমেশিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে গুতারেস বলেন, রাষ্ট্রসঙ্ঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল লেবাননে নিজস্ব অবস্থানে অনড় রয়েছে। সেখান থেকে রাষ্ট্রসঙ্ঘের পতাকা অন্যত্র সরিয়ে নেবার জন্য ইজরায়েল অনুরোধ করলেও তা একই জায়গায় আছে।
উল্লেখ্য, প্রায় ৯শো ভারতীয় সেনা, শান্তিরক্ষা বাহিনী ইউনিফিলের অঙ্গ হিসেবে ইজরায়েল ও লেবাননের সীমান্ত ব্লু লাইনে মোতায়েন রয়েছে।