ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধ বিরতি চুক্তি আজ থেকে কার্যকরী হয়েছে। মধ্যস্থতাকারী কাতার এই বিষয়টি নিশ্চিত করেছে। মুক্তি প্রাপ্ত পণবন্দীদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, পনবন্দী যাঁরা আজ মুক্তি পাবেন, তাদের নামের তালিকা অনুযায়ী যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরী হওয়ায় যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে সকলেই খুশি প্রকাশ করছেন। কয়েকজন প্যালেস্তানিয় নাগরিক বাড়ি ফিরতে শুরু করেছেন ।
এদিকে ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত , রিউভেন আজার বলেছেন, এই চুক্তি স্বাক্ষরের ফলে পনবন্দীদের ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস গোষ্ঠী যে অন্যায় করেছিল ইজরায়েল তা কখনোই করবেন না বলে তিনি মন্তব্য করেন।।