ইরানের তেহরান, ইলাম এবং খুজেস্তান প্রদেশের সামরিক ঘাটি লক্ষ্য করে ১০০ র ও বেশি ইসরাইলের যুদ্ধ বিমান এক সাথে আজ খুব সকালে হামলা চালায়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, চলতি মাসের পয়লা অক্টোবর ইরান; ইসরাইলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তার উত্তরে এই বিমান হামলা।
ইরানের স্থানীয় সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে ইরানের তেহরান ও কারাজ এ বিদ্যুৎ পরিকাঠামোর ওপর আক্রমণ করে ইসরাইলের যুদ্ধ বিমান। পরে শিরাজ এবং অন্য জায়গায় সামরিক ঘাঁটিতে আঘাত করা হয়।
ইরান – ইরাক যুদ্ধের পর, এই প্রথম তেহরানের ওপর সরাসরি হামলা চালানো হলো। এদিকে, ইরান জানিয়েছে, খুব বেশি ক্ষতি হয়নি এই বিমান হানায়।
ইরানের, অসামরিক বিমান চলাচল সংস্থা ICAO সব উড়ান বাতিল করেছে এবং দেশের আকাশসীমা বন্ধ করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ সিরিয়া তেও ইসরাইল বিমান হামলা চালিয়েছে বলে খবর।
৩১ সে জুলাই, হামাস নেতা ইসমাইল হানিয়েহ র মৃত্যুর পর এই হামলা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর, লেবাননে, সেপ্টেম্বরের ২৭ তারিখে, ইসরাইলের বিমান হামলায় হেজবোল্লা নেতা হাসান নাসরাল্লাহ ও ইরানের রেভলিউশনারি গার্ড জেনারেল আব্বাস নিলফোরৌশন এর মৃত্যু হয়।
উত্তরে, পয়লা অক্টোবর, ইরান; ইসরাইলের দিকে, প্রায় ২০০ টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে ইরানের ওপর এই হামলার পর; ইজরায়েল স্পষ্ট করে জানিয়েছে, ইরানের যেকোনো আক্রমণে উচিত জবাব দিতে তারা প্রস্তুত।