ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টকে সরিয়ে দিয়েছে। এক ঘোষণায় তিনি বলেছেন দু-জনের মধ্যে পারস্পরিক বিশ্বাসের হানি ঘটায় এই সিদ্ধান্ত। গ্যালান্টের স্হলাভিষিক্ত হবেন বিদেশমন্ত্রী ইজরায়েল কাৎস।
অন্যদিকে, বিদেশমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, গিডিওন সার। প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক চিঠিতে নেতানিয়াহু, গ্যালান্টের এতোদিনের কার্যকালকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্যালান্টের মেয়াদ শেষ হবে। তার বিরুদ্ধে অভিযোগ মন্ত্রিসভার সিদ্ধান্তকে অমান্য করে তিনি ইজরায়েলের শত্রুদের সাহায্য করেছে। গত সেপ্টেম্বরে নেতানিয়াহু গ্যালান্টকে সরিয়ে দেওয়ার নাটকীয় সিদ্ধান্ত নেওয়ার পরেও তা প্রত্যাহার করেন।