ইজরায়েলী সেনাবাহিনী গত রাতে ফের লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ হামলা চালিয়েছে। অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। দক্ষিণ লেবাননের ওই অঞ্চল থেকে বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছে।
এদিকে, লেবানিজ সেনা হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে বলে খবর। গুলি বিনিময়ে দুই সেনা কর্মীর মৃত্যুও হয়েছে।
এদিকে, মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন, ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলিতে সম্ভাব্য ইজরায়েলী হানার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। একই সঙ্গে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে যে কোন ধরনের হামলার বিরোধিতাও করেছেন তিনি। সব মিলিয়ে মধ্য প্রাচ্যের অবস্হা বর্তমানে বেশ উত্তেজনাপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।