ইজরায়েলী বন্দী শিরি বিবাসের পরিবর্তে হামাস, ভুলবশতঃ এক প্যালেস্তিনীয় মহিলার দেহ ছেড়ে দেওয়ার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশোধের হুমকি দিয়েছেন। এই ভুলের জন্য হামাস, অস্ত্রবিরতি চলা সত্ত্বেও ইজরায়েলের বোমা বর্ষনকে দায়ী করেছে। তবে বন্দী হস্তান্তরের প্রক্রিয়া আজও চলবে। হামাস আজ শতাধিক প্যালেস্তিনীয় পণবন্দীর বিনিময়ে ৬ ইজরায়েলী অপহৃতকে মুক্তি দেবে।
তারা যাবতীয় শর্ত মেনে চলছে বলে জানিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হামাস। গতকাল শিরি বিবাস বলে যে দেহটি তারা সামনে নিয়ে আসে তা অন্য কারোর হওয়ায় যুদ্ধ বিরতি চুক্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, ইজরায়েল, হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
উল্লেখ্য, বিবাসের পরিবার ইজরায়েলী বন্দীদের এক প্রতীক হয়ে উঠেছে। হামাসের দাবী বন্দী অবস্থায় ইজরায়েলী বিমান হামলায় বিবাস ও তার সন্তানরা মারা পরে। অন্যদিকে, বন্দী অবস্থায় তাঁকে হত্যা করা হয়েছে বলে ইজরায়েলের দাবী।