মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 17, 2024 1:37 PM

printer

ইজরায়েলি সেনা বাহিনী লেবাননের পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকে একটি গুরুত্বপূর্ণ স্হান দখলের পর ফিরে গেছে

ইজরায়েলি সেনা বাহিনী লেবাননের পাঁচ কিলোমিটার ভেতরে ঢুকে একটি গুরুত্বপূর্ণ স্হান দখলের পর ফিরে গেছে। লেবাননের সংবাদ সংস্হা জানিয়েছে, ইজরায়েলী বাহিনী সীমান্ত সংলগ্ন চামা গ্রামে অবস্থিত নবী সিমনের একটি স্মারক ও কয়েকটি বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। তবে, এই ঘটনা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। ইজরায়েলী বাহিনী নবীর স্মারক বিষয়ে কোন মন্তব্য না করলেও দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন এই এলাকায় নিয়ন্ত্রিত এবং সংক্ষিপ্ত অভিযান চালানোর কথা স্বীকার করেছে।

বেইরুটের দক্ষিণাঞ্চলে হেজবোল্লা গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েতে বিমান হানা চালালে এক দম্পতি ও তাদের ৪টি শিশু মারা গেছে। ইজরায়েলী সেনাবাহিনী জানিয়েছে, তারা হেজবোল্লা গোষ্ঠীর অবস্হান লক্ষ্য  করে বিমান হানা চালিয়েছে্। এই গোষ্টি ইজরায়েলে ৬০-টিরও বেশি ক্ষুদ্র ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় এই হামলা চালা হয়।  

লেবাননের স্বাস্থ্য মন্ত্র  জানিয়েছে, ২ মাসে ইজরায়েলী হামলায় লেবাননের তিন হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন