ইজরায়েলের সেনাবাহিনী লেবাননে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। মধ্য বৈরুটের বাস্তা জেলায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছেন।
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর ১২টি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের বিমান। এর মধ্যে রয়েছে হেজবুল্লাহর গোয়েন্দা ইউনিট, উপকূল থেকে সমুদ্র ক্ষেপণাস্ত্র ইউনিট ইত্যাদি।