ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি অনুমোদন করেছেন। মিশরে অথবা কাতারে এই আলোচনা হতে পারে। আমেরিকার সমর্থনপুষ্ট কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীরা, প্রস্তাবিত অস্ত্রবিরতি চুক্তির ব্যাপারে হামাসের বক্তব্য জানানোর এক দিন পরেই ইজরায়েল এই সিদ্ধান্ত নিল।
এদিকে গত বছর 7 ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস এবং ইসলামিক জিহাদ জঙ্গিরা প্রাণঘাতী হামলা চালানোর পর গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার সামরিক অভিযানে মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে।