ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন দুদিনের সফরে আজ নতুনদিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। সন্ধ্যায় তিনি বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল লিয়েনের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ২৭ জন ইইউ কমিশনারের মধ্যে ২২ জন ভারতে এসেছেন। ইওরোপীয় ইউনিয়নের কমিশনারদের একত্রে এটিই প্রথম ভারত প্রথম সফর।
উল্লেখ্য, ভারত ও ইউরোপ ২০০৪ সাল থেকে কৌশলগত অংশীদার এবং এই দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিনিয়ত আরও প্রসারিত ও গভীর হয়েছে। ভন ডার লিয়েনের এই সফর, পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।