ইউক্রেন আজ রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় আটটি কামিকাজ ড্রোন ব্যবহার করা হয়। এর মধ্যে অন্তত পাঁচটি আবাসিক ভবনে আঘাত করে।
কাজান কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক, রোসাভিয়েতসিয়া জানিয়েছে, শহরের বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে ড্রোনগুলি ইউক্রেনের। ইউক্রেন অবশ্য এ বিষয়ে কোনও বক্তব্য জানায় নি।