ইউক্রেনে যুদ্ধের অবসানে আলোচনা এবং দু দেশের মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষ্যে দেশের শীর্ষ কূটনীতিবিদ সহ আমেরিকা ও রাশিয়ার বরিষ্ঠ আধিকারিকরা আলোচনায় বসবেন। প্রায় তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভ্যুত্থানের পর এই বৈঠক অত্যন্ত তাতপর্যপূর্ণ বলে ক্রেমলিন জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরোভ এবং বিদেশ সংক্রান্ত উপদেষ্টা ইউরি উশাকোভ সৌদির রাজধানী রিয়াধে যাচ্ছেন। মার্কিন বিদেশদপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, বিদেশ সচিব মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং বিশেষ দূত স্টিভ উইটকফ, রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাশিয়াকে একঘরে করার ব্যাপারে মার্কিন নীতি প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের গৃহীত উদ্যোগের জন্যও এই বৈঠক গুরুত্বপূর্ণ।
এদিকে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি জানিয়েছেন, তাঁর দেশ ঐ বৈঠকে অংশ নিচ্ছে না। ফলে আমেরিকা ও রাশিয়ার ঐ বৈঠক থেকে উঠে আসা সিদ্ধান্তও তারা সমর্থন করবে না। সৌদি আরব থেকে এক কনফারেন্স কলে সাংবাদিকদের জেলেনেস্কি বলেন, ইউক্রেনের আধিকারিকদের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়।