ইউক্রেনের সংঘাত দূর করতে সৌদি আরবের রিয়াধে একটি হোটেলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে আলাপআলোচনা শুরু হয়েছে। রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন, আন্তর্জাতিক বিষয়ক ফেডারেশন কাউন্সিল কমিটির প্রধান গ্রিগোরি কারাসিন এবং রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মহা নির্দেশকের উপদেষ্টা সার্গেই বেসেদা।
গতকাল ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুশস্তেম উমেরভ জানান, তাদের সঙ্গে আমেরিকার এসংক্রান্ত কথাবার্তা শেষ হয়েছে। এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
Site Admin | March 24, 2025 7:07 PM
ইউক্রেনের সংঘাত দূর করতে সৌদি আরবের রিয়াধে একটি হোটেলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে আলাপআলোচনা শুরু হয়েছে।
