মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2024 10:53 AM

printer

ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি, ‘ Bring Kids Back UA’ শীর্ষক এক উদ্যোগের সূচনা করেছেন

রাশিয়ার সঙ্গে চলতি সংঘর্ষের সময় সে দেশে আটকে থাকা ইউক্রেনের শিশুদের মুক্তি দেবার আর্জি জানিয়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি, ‘ Bring Kids Back UA’ শীর্ষক এক উদ্যোগের সূচনা করেছেন। বলপূর্বক স্থানান্তর এবং দেশান্তরের ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত’Safeguarding Children from forced Transfers & Diportation’ শীর্ষক প্রথম শ্বেতপত্র প্রকাশ করে ইউক্রেনের শিশুদের খুঁজে বের করে নিরাপদে দেশে ফেরানোর জন্য এ সংক্রান্ত টাস্ক ফোর্সের পক্ষ থেকে আন্তর্জাতিক পদক্ষেপ আরো জোরদার করার আর্জি জানানো হয়েছে।
Bring Kids Back UA টাস্ক ফোর্স এর যুগ্ম দায়িত্বে রয়েছেন বর্তমানে ইউক্রেনের রাষ্ট্রপতির দপ্তরের প্রধান Andriy Yermak। এ পর্যন্ত ইউক্রেনের হাজার হাজার শিশু আটক থাকলেও মাত্র কয়েকশো শিশু ইউক্রেনে ফিরতে পেরেছে বলে ওই শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন