ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদেমির জেলেনেস্কি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী সোমবার সৌদি আরবে তারা আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবে। ওইদিনই পৃথক ভাবে রাশিয়ারও আমেরিকার দলের সঙ্গে কথা বলার কর্মসূচী রয়েছে। নরওয়ের অসলোয় গতকাল এক সাংবাদিক সম্মেলনে জেলেনেস্কি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ইউক্রেনের দায়বদ্ধতার কথা পুর্নব্যক্ত করেন। তবে রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হবে না বলে ইউক্রেন মনে করে।
সাংবাদিক বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর বলেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মঞ্চে ইউক্রেনের অবশ্যই একটি অবস্থান থাকা উচিত। সে দেশের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তার ক্ষেত্রে ইউরোপের দৃঢ় দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রয়োজনীয় বলে মত ব্যক্ত করেন তিনি।