ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে দুই দেশ সফরের দ্বিতীয় ও শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল ইউক্রেন যাবেন। ১৯৯২ সালে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাচ্ছেন। কিয়েভে প্রধানমন্ত্রী রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, বিনিয়োগ, শিক্ষা, সাংস্কৃতিক, মানবিক সহায়তা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। ছাত্রছাত্রী-সহ ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন মোদী। ইউক্রেনে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত ও সম্প্রসারণে সহায়তা করবে।
Site Admin | August 22, 2024 9:39 PM