ইউক্রেনের রাজধানী কিয়েভে গতরাতে এক রুশ বিমান হামলায় তিনজন নিহত হয়েছে। ইউক্রেনের সরকারী সূত্রে জানানো হয়েছে, এই হামলায় একটি মেট্রো স্টেশন এবং জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, রুশ বাহিনী প্রাথমিকভাবে ড্রোণ হামলা চালালেও পরে ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালায় । ইউক্রেন সেনা সূত্রে জানানো হয়েছে, গতরাতে এই হামলার সময় রাশিয়ার ২৪-টি ড্রোণ এবং দুটি ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করে দেয়। সেদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঝাপোরিঝিয়া শহরেও রুশ বাহিনী হামলা চালালে ১০ জন আহত হন এবং একটি শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হয়।
Site Admin | January 18, 2025 7:13 PM