ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নিপ্রো শহরে আজ ভোররাতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। সেদেশের সরকারী সূত্রে জানানো হয়েছে, রাশিয়ার কুড়িটি ড্রোন এই হামলা চালায়। তবে, এগুলির অধিকাংশকেই গুলি করে নামানো হয়েছে। একটি রেস্তোরাঁর চত্বর এবং বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন জ্বলতে দেখা যায়। অগ্নি নির্বাপন বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। রুশ সামরিক বাহিনী সূত্রে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, রাশিয়া মার্কিন মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরাম সমঝোতা লঙ্ঘন করে তাদের বিদ্যুৎ পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
Site Admin | March 29, 2025 2:45 PM
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নিপ্রো শহরে আজ ভোররাতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন।
