চীন এবং বিশ্ব নিরাপত্তার সামনে পদ্ধতিগত চ্যালেঞ্চের মোকাবিলায় নেটো তার অবস্হানে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে বেজিং নির্ণায়ক সহযোগীর ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছে নেটো । ওয়াশিংটনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের নেতৃত্বে শিখর সম্মেলনে ৩২ সদস্যের এই জোট, রাশিয়ার আগ্রাসনে সাহায্যকারী হিসেবে চীনকে ধিক্কার জানিয়ে যৌথ ঘোষণাপত্র জারি করেছে। বলা হয়েছে, চীনা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের পক্ষে গুরুত্বপূর্ণ চীনে সেমিকন্ডাক্টর, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হচ্ছে। ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানকে যা আরও জোরদার করেছে বলে দাবি নেটোর।
চীনের ক্রমবর্ধমান সক্ষমতা এবং মহাকাশে তার কাজকর্মের ওপর বিশেষ জোর দিয়েছেন নেটো নেতৃবৃন্দ। বেজিং-এর বিরুদ্ধে সাইবার ক্ষেত্রে অনৈতিক কার্যকলাপ, ভূয়ো তথ্যের প্রচার এবং পারমানবিক অস্ত্র ভান্ডার দ্রুত বাড়ানো নিয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।