ইংরেজীর নতুন বছরে দেশের বেশকিছু অংশে শৈত্য প্রবাহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আবাহওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী দু-দিন বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লী এবং উত্তরপ্রদেশে আগামীকাল শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। ঘন কুয়াশা হতে পারে হিমচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে।
এদিকে, দক্ষিণ পশ্চিম বঙ্গপোসাগরে শ্রীলঙ্কা উপকূল ও সন্নিহিত এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রেক্ষিতে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মত্স্যজীবীদের ঐ এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।