ইংরেজি নতুন বর্ষের শুরুর প্রাককালে শহরে সম্ভাব্য অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য তিন এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এর জন্য তিনটি মোট ৬ টি অতিরিক্ত ট্রেন চালাবে বলে মেট্রো রেল সূত্রের খবর। স্পেশাল ট্রেন গুলির মধ্যে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এর জন্য রাত ৯ টা ৪৮, ১০ টা তিন, ও ১০ টা ১৮ মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এর জন্য রাত ৯ টা ৫৫, ১০ টা ১০, এবং ১০ টা ২৫ মিনিটে ছাড়বে। অন্যান্য দিনের মত রাত ১০ টা ৪০ মিনিটে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে স্পেশাল নাইট সার্ভিস এবং গ্রিন লাইন -১, গ্রীন লাইন ২, পার্পেল লাইন, এবং অরেঞ্জ লাইনে মেট্রো সার্ভিস অপরিবর্তিত থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর।
Site Admin | December 30, 2024 12:08 PM