আয়ারল্যান্ড সংসদের নিম্নকক্ষে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মাইকেল মার্টিনের নাম ভোটাভুটিতে উঠে এসেছে। আইন প্রেণেতারা গতকাল শ্রী মার্টিনকে দ্বিতীয়বাবের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করে। সেদেশের দুটি বৃহৎ মধ্য – দক্ষিণপন্থী দল ফিনেগেল এবং পিয়ান্না ফেইল ও নির্দল সাংসদদের নিয়ে গঠিত জোট সরকারের তিনি নেতৃত্ব দেবেন। ৬৪ বছর বয়সী মার্টিন ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। দুই দলের মধ্যে চুক্তি অনুযায়ী বিদায়ী প্রধানমন্ত্রী সাইমন্ড হ্যারিস ২০২৭ সালের পরের দিকে আবার প্রধানমন্ত্রী হবেন।
গত নভেম্বরে সাধারণ নির্বাচনে ফিনেগেল এবং পিয়ান্না ফেইল – এই দুই দলের জোট ১৭৪ আসন বিশিষ্ট নিম্নকক্ষে ৮৬-টি আসন পায়। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা থেকে যা মাত্র ২-টি আসন কম। প্রধান বিরোধী দল সিনফেন পায় ৩৯-টি আসন।