মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 2, 2024 7:00 PM

printer

আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।  রাজ্যের ১৯টি জেলায় ছয় লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় তিনসুকিয়া ও ধেমাজিতে  আরও  দুজনের মৃত্যু হয়েছে, এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল  ৩৬ এ । গোলাঘাটে আরও একজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

৬৪টি ব্লকে এক হাজার দুশ ৭৫টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। ১৪ হাজার ৭০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।  

আকাশবাণীর গুয়াহাটির সংবাদদাতা জানাচ্ছেন, অরুণাচল প্রদেশের সুবন সিরি বাঁধ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে।জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ত্রাণ ও উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।  আজ সকালে  ডিব্রুগর জেলার বন্যা দুর্গত হাতিয়ালি চার এলাকা থেকে আটকে পড়া ১৩ জন মৎস্যজীবীকে বায়ুসেনার পক্ষ থেকে উদ্ধার করা হয়।  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আজ গোলাঘাটের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গেছেন/ যাচ্ছেন । অন্য মন্ত্রীদেরও তিনি অবিলম্বে  বন্যা দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন