আসামে, কামরূপ এবং গোয়ালপাড়া জেলায় রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৩৬টি কাউন্সিল আসনের ৩৩টিতে ৬৮.৫৮ শতাংশ ভোট পড়েছে। কামরূপ জেলা থেকে দুজন এবং গোয়ালপাড়া থেকে একজন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ভোট গণনা শুক্রবার ।
Site Admin | April 3, 2025 9:03 AM
আসামে, কামরূপ এবং গোয়ালপাড়া জেলায় রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
