আসন্ন হকি ইন্ডিয়া লীগের সম্প্রচারের জন্য প্রসার ভারতী আজ ‘হকি ইন্ডিয়া’-র সঙ্গে একটি সমঝোতা স্মারক পত্র-মৌ স্বাক্ষর করেছে। এর ফলে ২০২৪-২৫ মরশুমের জন্য দূরদর্শন, ‘হকি ইন্ডিয়া লীগের’ সরকারিভাবে সম্প্রচার অংশীদার হয়েছে। এমাসের ২৮ তারিখ থেকে ওড়িশার রৌরকেলা এবং ঝাড়খন্ডের রাঁচীতে, লীগের খেলাগুলি শুরু হচ্ছে।
‘হকি ইন্ডিয়া’-র তরফে সদস্য ভোলানাথ সিং বলেন যে, ভারত হকি শুধুমাত্র একটি খেলা নয়, দেশের একতা ও গর্বের প্রতীক।
প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সহেগল এই মৌ-কে হকির ইতিহাসে এক মাইলফলক বলে উল্লেখ করেছেন। দূরদর্শনের হাত ধরে দেশের জাতীয় খেলা হকি, গ্রামীণ ভারতের কোনায় কোনায় পৌঁছে যাবে। প্রসার ভারতীর মুখ্য কার্যবির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন, প্রসার ভারতীর ব্যাপক কভারেজের মাধ্যমে হকির উন্মাদনা ছড়িয়ে দিতে চাইছে। মৌ সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকাশবাণী সংবাদের মহা নির্দেশক ডক্টর প্রজ্ঞা পালিয়াল গৌড়, দূরদর্শনের মহানির্দেশক কাঞ্চন প্রসাদ, দূরদর্শন সংবাদের মহানির্দেশক প্রিয়া কুমার প্রমুখ।