আসন্ন শীতের মরসুমের আগে শিখদের পবিত্র ধর্মস্থান উত্তরাখণ্ডের হেমকুণ্ড সাহিব আজ ধর্মীয় রীতিনীতি মেনে পূজার্চনার পর বন্ধ করে দেওয়া হলো। চামোলী জেলায় এই উপলক্ষে আজ বহু ভক্ত সমাগম হয়। সেইসঙ্গে লক্ষণ লোকপাল মন্দিরের দ্বারও আগামী শীতের জন্য বন্ধ করে দেওয়া হলো।
উল্লেখ্য, এবছর ২৫ শে মে তারিখে হেমকুণ্ড সাহিবের দরজা খোলার পর থেকে পৌনে ২ লক্ষেরও বেশি তীর্থযাত্রী এখানে আসেন।