আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য আগামী ৩০ জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, জেলায় জেলায় ক্যাম্প অফিস করে স্কুল কর্তৃপক্ষকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। ঐদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। কার্ডে, কোনও ভুল পাওয়া গেলে স্কুলগুলিকে ৬ই ফেব্রুয়ারির মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত নথি দেখে ভ্রম সংশোধন করে দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী রাইটারের সুবিধা না নিলে পৃথক আনসার বুকলেট পাবে। রুল টানা এই বিশেষ বুকলেট অ্যাডমিট কার্ডের সঙ্গেই বিতরণ করা হবে।
এদিকে, নবম শ্রেণির পড়ুয়াদের জন্য মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ানোর কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ১৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লেট ফাইন দিয়ে এই রেজিস্ট্রেশন করা যাবে।