মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2024 10:45 AM

printer

আসন্ন উৎসব মরশুমে যাত্রীদের উত্তরবঙ্গে দার্জিলিং যাওয়ার সুযোগ করে দিতে পূর্ব রেল হাওড়া – নিউ জলপাইগুড়ি র মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে

আসন্ন উৎসব মরশুমে যাত্রীদের উত্তরবঙ্গে দার্জিলিং যাওয়ার সুযোগ করে দিতে পূর্ব রেল হাওড়া – নিউ জলপাইগুড়ি র মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একথা জানিয়ে বলেন, আগামী ৯, ১৬ ও ৩০ অক্টোবর এবং ৬ ই নভেম্বর হাওড়া থেকে এবং আগামী ১০, ১৭, ৩১ অক্টোবর এবং ৭ ই নভেম্বর NJP ( নিউ জলপাইগুড়ি) থেকে এই স্পেশাল ট্রেন চলবে ।
নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য 03027 হাওড়া – নিউ জলপাইগুড়ি স্পেশাল সংশ্লিষ্ট দিনগুলিতে প্রতিদিন রাত ১১ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। আবার 03028 ডাউন নিউ জলপাইগুড়ি – হাওড়া স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে সংশ্লিষ্ট দিন গুলিতে দুপুর ১২ টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে ওই দিন রাত ১২ টা১০ মিনিটে হাওড়ার পৌঁছাবে। যাতায়াতের পথে ট্রেনটি উভয় দিকে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড,মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশনে থামবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন