চোটের কারণে কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য পেস বোলার উমরান মালিক আসন্ন আইপিএলে খেলতে পারবেন না। উমরানের জায়গায় বা হাঁতি পেস বোলার চেতন সাকারিয়াকে দলে অন্তর্ভুক্ত করেছে কে কে আর। নিলামে কেকেআর ৭৫ লক্ষ টাকার বিনিময়ে উমরানকে কেনে। নিলামে অবিক্রিত ছিলেন সাকারিয়া। তাকে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে সই করিয়েছে কেকেআর।
Site Admin | March 18, 2025 8:43 AM
আসন্ন আইপিএলে চোটের কারণে কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে পারবেন না উমরান মালিক
