আসন্ন অলিম্পিক গেমসের জন্য ভারতের প্রস্তুতির বিষয়টি লোকসভায় আজ উত্থাপিত হয়। আলোচনার সূচনা করে বিজেপির ডক্টর সঞ্জয় জয়সওয়াল বলেন, নরেন্দ্র মোদী সরকার দেশে খেলাধুলার প্রসারে একাধিক পদক্ষেপ নিয়েছে। এনডিএ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ ২০১৪ সালের ১ হাজার ২১৯ কোটি টাকা থেকে বাড়িয়ে বর্তমানে ৩ হাজার ৩৯৭ কোটি টাকা করা হয়েছে।প্যারিসে আসন্ন অলিম্পিক গেমসে ১৬টি বিভাগের অ্যাথলিটদের জন্য মোট ৪৭০ কোটি টাকা খরচ করেছে সরকার। ক্রীড়াবিদদের প্রশিক্ষণে সব ধরণের সুবিধা প্রদান করা হচ্ছে।
Site Admin | July 22, 2024 9:24 PM