মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 23, 2024 4:17 PM

printer

আলুর আকাশ ছোঁয়া দাম নিয়ন্ত্রণ এবং বিভিন্ন আলু ব্যবসায়ী সংগঠনের ধর্মঘটের মোকাবিলায়, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাজারে সুলভ দামে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আলুর আকাশ ছোঁয়া দাম নিয়ন্ত্রণ এবং বিভিন্ন আলু ব্যবসায়ী সংগঠনের ধর্মঘটের মোকাবিলায়, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাজারে সুলভ দামে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সুফল বাংলা স্টলের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে খোলাবাজারে আলু বিক্রি হলে দাম আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। সুফল বাংলা স্টলে বাজার মূল্যের থেকেও ৮/ ১০ টাকা কমে আলু পাওয়া যাচ্ছে। তবে স্টলের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, স্বনির্ভর গোষ্ঠীগুলি এবার চাষীদের কাছ থেকে সরাসরি আলুর বন্ড কিনবে। এরপর তারাই চাষীদের কাছ থেকে আলু সংগ্রহ করে বিভিন্ন এলাকায় স্টল খুলে তা বিক্রি করবে। জোগান বাড়লে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে রাজ্য সরকার।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন