আর বি আই আজ দ্বিমাসিক মুদ্রা নীতি ঘোষণা করেছে। এই নিয়ে টানা ১০ বার রেপোরেট ৬ দশমিক পাঁচ শূন্য শতাংশে অপরিবর্তিত থাকলো। এর পাশাপাশি স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি – এস ডি এফ ৬ দশমিক দুই পাঁচ শতাংশে রইলো। একই সঙ্গে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বা এম এস এফ এবং ব্যাঙ্কের হারও ৬ দশমিক সাত পাঁচ শতাংশ থাকছে। চলতি অর্থবর্ষের জন্য আর্থিক বৃদ্ধির হার সাত দশমিক দুই শতাংশই থাকবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক কমিটি। আর বি আই আজ এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৬ দশমিক সাত শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারী মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হারের কোন পরিবর্তন আনেনি বলে গভর্নর শক্তিকান্ত দাস জানালেন।
Site Admin | October 9, 2024 2:00 PM