মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 8, 2024 2:42 PM

printer

আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে বিচারের দাবিতে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ’ও প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আর জি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির আগে বিচারের দাবিতে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ’ও প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাজধানী-সহ একাধিক শহরে আজ বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। কোনও কোনও জায়গায় মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।

  রাস্তাকেই ক্যানভাস হিসাবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দিয়েছে যাদবপুর আর্টিস্ট ফোরাম।  রাত ৯টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং ৪৫ বাইপাস কানেক্টরে লিখে এবং এঁকে প্রতিবাদ জানাবেন শিল্পীদের একাংশ। ১৪ অগস্টের মতো আজও মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। উদ্যোক্তারা এবারও কলকাতা ছাড়িয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে ‘রাত দখল’ করার আহ্বান জানিয়েছেন। রাত দখলের পাশাপাশি সোমবার ‘ভোর দখলের’ও আহ্বান জানানো হয়েছে।  সকাল ৬টায় ‘ক্যান্টিন আর্ট কালেক্টিভ’-এর মেয়েরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানাবেন। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, রবিবার রাত থেকেই শুরু হবে ‘মেয়েদের থিয়েটার’। আরজি কর-কাণ্ডের এক মাস পূর্তিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্যামবাজার, ঢাকুরিয়া, যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি চলবে। ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল। সে কথা মাথায় রেখে ৯ মিনিট মৌনীব্রত পালন করবেন অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। দ্রুত বিচার চেয়ে পথে নামছেন রিকশাচালকেরা। আজ বিকেল ৪টেয় হেদুয়ায় শুরু হবে মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা-শ্রমিকদের মিছিল’। আজ রাত আটটা থেকে সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত বিটি রোড বরাবর মানববন্ধন কর্মসূচীর ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। দক্ষিণ কলকাতার সমস্ত স্কুলে প্রাক্তনীদের উদ্যোগে আজ বিকেল চারটেয় গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে। ইতমধ্যেই ৪৯-টি স্কুলের প্রাক্তনীদের সংগঠন এই মিছিলে থাকার সম্মতি জানিয়েছেন।

এদিকে অর্জুন পুরস্কার জয়ী টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষের ডাকে শিলিগুড়ির হাসমি চকে জমায়েতের ডাক দেয়া হয়েছে সোমবার ভোরে।  সারা রাজ্যে মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠের ডাক দিয়েছেন মান্তু। ভোর চারটা থেকে ছয়টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন