আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আগামীকাল সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি থাকলেও, তা ঘিরে অনিশ্চয়তা তৈরী হয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অধীনে কোনো মামলার’ই আগামীকাল শীর্ষ আদালতে শুনানি হবে না বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, আজ’ও আর জি কর কান্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল, বিক্ষোভ কর্মসূচী চলছে। পশ্চিমবঙ্গ জুনিয়ার ডক্টর্স ফ্রন্ট-এর মুখপাত্র অনিকেত মাহাতো জানিয়েছেন, আজ রাতে ‘বিচার পেতে –আলোর পথে’ শীর্ষক একটি কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রাত ৯-টা থেকে একঘন্টার জন্য সর্বত্র আলো নিভিয়ে প্রতিবাদে যোগ দেবার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সেই সময় মোমবাতি বা প্রদীপ হাতে রাস্তা নেমে ‘মানববন্ধনে’ সামিল হওয়ার আবেদন জানান তিনি।
ন্যায়বিচার ও ঘটনার দ্রুত কিনারা করার দাবিতে কংগ্রেস আজ কলকাতায় নিজাম প্যালেস এর সামনে বিক্ষোভ দেখায়।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি আজ রাজ্যের বিভিন্ন ব্লকে ধর্না অবস্থান করে।