মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 1, 2024 2:34 PM

printer

 আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে

 আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে। ন্যায় বিচারের দাবিতে আজও পথে নামছেন স্কুল কলেজ পড়ুয়া -প্রাক্তনী থেকে নাগরিক সমাজের বহু মানুষ জন।

      দক্ষিণ কলকাতার বিভিন্ন বিদ্যালয় এর প্রাক্তনীদের পক্ষ থেকে আজ সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে । এই মিছিল লেন্স ডাউন মোটর ভিকেলস এর সামনে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে হাজরা মোড় পর্যন্ত যাবে।

      বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই ,অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন ,অল ইন্ডিয়া স্টুডেন্ট ব্লক এর রাজ্য কমিটির পক্ষ থেকে আজকের দিনটি ছাত্র শহীদ দিবস হিসেবে পালন করা হবে। এই উপলক্ষে সুবোধ মল্লিক স্কোয়ারে পালিত হবে কেন্দ্রীয় কর্মসূচি।

       পিকনিক গার্ডেন নাগরিক সমাজের পক্ষ থেকে আজ সকালে স্থানীয় কলোনি বাজার মোড় থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে।

       কলকাতা শহরের পাশাপাশি বিভিন্ন জেলাতেও চলেছে জোরদার প্রতিবাদ আন্দোলন। বনগাঁ মহকুমার বিভিন্ন কলেজের প্রাক্তনীরা গতকাল বিকেলে বনগাঁ শহরে নীলদর্পণ থেকে বাটার মোর মতিগঞ্জ হয়ে বনগাত্রিকোণ পার্ক পর্যন্ত মিছিল করেন এরপরে  নীল দর্পণের সামনেই তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি তে শামিল হন।

হাওড়া জেলার সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে গতকাল হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের সামনে থেকে একটি মৌন মিছিল আয়োজিত হয়।

       উত্তর ২৪ পরগনার বারাসাতে বামপন্থী শ্রমিক সংগঠনের পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।

 

অন্যদিকে, অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা র প্রতিবাদে এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর পক্ষ থেকে আগামীকাল লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুর ২-টোয় কলেজ স্কোয়ারে জমায়েত করে লালবাজার অভিমুখে যাবেন তারা।

এদিকে, আন্দোলনকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আর জি কর-এর প্রাক্তনীরা একটি স্হায়ী ধর্না মঞ্চ তৈরির প্রস্তুতি নিচ্ছে। দাবি-দাওয়া নিষ্পত্তি না হলে চৌঠা সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্হান কর্মসূচী শুরু হবে বলে জানা গেছে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগের দিন চৌঠা সেপ্টেম্বর, ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর্স ফ্রন্ট সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রাত ৯-টা থেকে ১০-টা পর্যন্ত ১ ঘণ্টা বাড়ির আলো নিভিয়ে রাখারও প্রস্তাব দিয়েছে।

পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের পক্ষ থেকে আগামী তেশরা সেপ্টেম্বর হাজরা মোড়ে অবস্হান বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন