আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত হলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সহ সব দিক খতিয়ে দেখা হবে। জুনিয়ার ডাক্তারদের বিক্ষোভ যুক্তিসঙ্গত। তবে সাধারণ মানুষের স্বার্থে পরিষেবা শুরু করার আবেদন জানান তিনি।
Site Admin | August 10, 2024 7:20 PM
আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিত্সকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত হলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।
