আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে তিনদিনের CBI হেফাজতে পাঠিয়েছে শিয়ালদা আদালত।
ওই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করেছে CBI । ঘটনাস্থলের বিকৃতি ঘটানো, তথ্যপ্রমাণ লোপাট, FIR দায়েরে বিলম্ব, তদন্তকে ভুল পথে চালিত করা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরকারি বিধি না মানার অভিযোগে গতরাতে সন্দীপ এবং অভিজিৎকে গ্রেপ্তার করা হয়। এর আগে আর জি কর-এ আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপকে গ্রেপ্তার করেছিল সি বি আই। জেল হেফাজত থেকেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই নিয়ে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনে তিনজনকে গ্রেপ্তার করা হলো।
৯’ই আগস্ট খুনের ঘটনা প্রকাশ্যে আসার একদিন পরেই, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হাইকোর্টের নির্দেশে ধর্ষণ খুন এবং হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তভার হাতে নেয় সিবিআই।